গত ২৭ই জুলাই (সোমবার) চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অধ্যক্ষ ডাঃ আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং অধ্যাপক ডাঃ জহরলাল ভট্টাচার্যের মৃত্যুতে শুন্য পদে নবনিযুক্ত সভাপতি নিযুক্ত করা হয়।ফাউন্ডেশনের সর্বসম্মতিক্রমে নবনিযুক্ত সভাপতি নিযুক্ত হন এড. ডাঃ মোঃ ছমি উদ্দিন এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে বহাল আছেন ডাঃ এম এ ফজল।
সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিশ্রুতি ব্যাখ্যা করে ফাউন্ডেশন এর প্রতি।
সাধারণ সম্পাদক ডাঃ এম এ ফজল বলেন, আমাদের কর্ম দক্ষতার মাধ্যমে আমরা আমাদের ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। অধ্যক্ষ ডাঃ আবদুল করিম ফাউন্ডেশনের এর যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেই সুবাদে আমরা কাজ করে যাব নিরলসভাবে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ এম এ ফজল এর সঞ্চালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডাঃ আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ নুরুল আমিন, অজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ দেবব্রত ভট্টাচার্য, ডাঃ মৃদুল কান্তি দে, ডাঃ প্রণব রঞ্জন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জোহরা আবজুন শিউলী, মোঃ জাবেদ হোসেন, রেভা রাণী দাশ, আফরোজা আক্তার, আমীর হোসেন, সালমা আক্তার, নাজনীন সুলতানা, ডাঃ লাকী, ডাঃ নাজমা আক্তার, ডাঃ এহেতাশামুল হুদা, নাদিয়া, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ধনীদের পাশাপাশি গরীব দুঃখীরাও যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।