ঠান্ডা মাথায় খুন করলি
নিরপরাধ মানুষ,
লাইসেন্স করা অস্ত্র পেয়ে
ছিলো না তোমার হুঁশ।
পোশাক ছিল সরকারি
বন্দুক তোমার বল,
আজকে বাবু পেয়ে গেলি
অপকর্মের ফল।
মা’বোনদের ইজ্জত নিয়ে
খেলেছো অনেক খেলা,
মরণ ফাঁদে ধরা পড়লি
জীবনের শেষ বেলা।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে
করলি বেশ পাপাচার,
এজলাসে শেষ হলো আজ
মেজর সিনহা হত্যার বিচার।
জজ সাহেব আদেশ দিলেন
তোমার হবে ফাঁসি,
গলায় দড়ি মারবে টান
দেখবে দেশবাসী।