অযু
[ কাব্যিক ছন্দে অযুর ফরজ সমূহ ]
*******************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
অযুতে চারটি ফরজ—–
প্রচার কোরানের বাণী-
অযু করো নামায পড়ো
আল্লাহর আদেশ জানি।
প্রথম ফরজ ধৌত করো
অযুতে সমস্ত মুখমণ্ডল-
নিত্য দিনে নামায পড়ো
থাকে দেহ-মন চঞ্চল।
দ্বিতীয় ফরজ ধৌত করা
কনুই সহ উভয় হস্ত-
অযুর ফরজ জেনে রাখো
নারী-পুরুষ সমস্ত।
মাথার চারিভাগের একভাগ
পানি দিয়ে করো মাসেহ-
অযুর তৃতীয় ফরজ
নাইরে কোন সন্দেহ ।
অযুর চতুর্থ ফরজে পদার্পন
নিয়মে আঙ্গুল সঞ্চালন-
পায়ের গোড়ালি সহ
করিও পা প্রক্ষালন ।