সীমান্ত উপজেলা টেকনাফের আলোচিত শীর্ষ ডাকাত সেলিম কে অস্ত্রসহ ফের আটক করেছে টেকনাফ থানা পুলিশ ।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার বসতঘর থেকে দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যম কে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৃহস্পতিবার (২৪ মার্চ)বিকাল সাড়ে ৫টারদিকে অস্ত্রসহ অবস্থানের গোপন সংবাদ পেয়ে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় উপপরিদর্শক (এসআই) যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ডাকাত সেলিম কে গ্রেপ্তার করেছে ।এসময় তার হেফাজতে থাকা একটি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে অপহরণ,ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।