শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল তিনটার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গা নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে মোঃ বেলাল হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান,গোপন সংবাদ পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি অগ্নেয়াস্ত্র (এলজি) ও একটি তাজা গুলিসহ পি ব্লকের বাসিন্দা বেলাল হোসেনকে (১৯) পুলিশ আটক করে । আটক ব্যক্তি জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ডাকাত শফি আলমের সহযোগি।
ধৃত ব্যক্তিকে আইনি ব্যবস্থার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।