কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) ।
বৃহস্পতিবার (৫ মে ) ভোর সাড়ে ৪ টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এফ-৬ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রোহিঙ্গারা নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের শহিদুল ইসলাম প্রকাশ সালমান শাহ,মোঃ শফি, কাছিম প্রকাশ ফরিঙ্গা।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান,ডাকাতির গোপন সংবাদ পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এফ-৬ ব্লকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে একটি দেশিয় তৈরি অগ্নেয়াস্ত্র (এলজি) ও তিন রাউন্ড কার্তুজসহ ৩ জন রোহিঙ্গা ডাকাতকে পুলিশ আটক করে।
তিনি আরো জানান, শহিদুল ইসলাম (প্রঃ সালমান শাহ) দুর্ধর্ষ ডাকাত গ্রুপের প্রধান ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, দস্যুতা, অস্ত্র, মাদক, ডাকাতি সহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী,মোঃ শফি ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী,তার বিরুদ্ধও টেকনাফ মডেল থানায় অস্ত্র মামলার এজাহারভূক্ত আসামি,কাছিম অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে মর্মে অনুসন্ধানে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।