ঝালকাঠি জেলায় ২৩ জুন ২০২০ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ের সামনে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের টাউনহলস্থ দলীয় কার্যালয়ে এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির। বিশেষ বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সমাজসেবক আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, মোঃ জিএস জাকির, হাফিজ আল মাহমুদ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। প্রচার সম্পাদক এড. এম আলম খান কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদস্য আবু সাইদ খান। দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আঃ রশিদ।