শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

আদমদিঘীতে পশুর হাটে স্বাস্থ্যবিধির খবর নেই, বাড়ছে সংক্রমনের ঝুঁকি |বাংলাদেশ দিগন্ত

হুমায়ুন আহমেদ:আদমদিঘী,(বগুড়া)প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫০৫ বার পঠিত

করোনাভাইরাস সংক্রমনের এই দুঃসময়ে বগুড়ার আদমদীঘি উপজেলায় হাটবাজার বিশেষ করে গো-হাট গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। এ যেন স্বাভাবিক সময়ের মত জনসমাগমের মধ্যে জমজমাট ভাবে বিক্রি হচ্ছে গরু ছাগল। গত শনিবার সরেজমিনে দেখা যায় এমন চিত্র। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখছেন সচেতন মহল। কোরবানির ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় ও মুখে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের সর্তে দেশের হাটবাজার বিশেষ করে গো-হাট গুলোতে বেচাকেনার নির্দেশ দিয়েছেন সরকার। এই নির্দেশ অমান্য করে বগুড়ার আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার রাধাকান্ত, নসরতপুর রেললাইনের উপড়, চাঁপাপুর, সাওইলসহ বিভিন্ন গো-হাট হাটবাজার গুলোতে ইজারদারগন সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন ব্যবস্থা করেন নি। অনেক ক্রেতা বিক্রেতার মুখে কোন মাস্কও নেই। বিশেষ করে পবিত্র ঈদুল আযহার কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। গবাদিপশু ক্রয় ও বিক্রয়কারীদের চলাচল যেন স্বাভাবিক সময়ের মতোই চলছে। নেই কোন সামাজিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা বিক্রেতারা হাটের ভিতর শরীরের সাথে শরীর লাগিয়ে অবাদে চলাচল করছে মুখে নেই মাস্ক। এখানে মাস্ক বিক্রি করতে দেখা যাচ্ছে কয়েকজন মাস্ক বিক্রেতাকে। এতে ইজারাদারদের কোন মাথা ব্যাথা নেই। ফলে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি দেখছেন সচেতন মহল। পশু বিক্রেতা আব্দুল আলিম জানায়, গো-হাটের ভিতর জনসমাগমের চাপে হেটে চলার উপায় নেই। হাটে বেশি সময় মুখে মাস্ক ব্যবহার করলে দম বন্ধ হয়ে আসে। তাই মাস্ক খুলে রেখেছি। হাটের ইজারাদার জয়নাল আবেদীন ও দিদারুল ইসলাম প্রিন্স জানান, প্রতি হাটবারে ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য মাইকিং করে সচেতন করা হচ্ছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরকারি বিধি মোতাবেক হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইজারাদারদের নির্দেশ দেয়া হয়েছে। অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!