হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী আব্বাছ আলী। ৩০ অক্টোবর হ্নীলা ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সদস্য ও নির্বাহী কমিটির প্রত্যক্ষ সমর্থনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি উক্ত সমিতির দীর্ঘ দিন কোষাধ্যক্ষ ছিলেন। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হেসাইনের মৃত্যুর পর কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে তরুণ উদ্যোক্তা আব্বাছ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আব্বাছ আলী একজন তরুণ উদ্যোক্তা হিসেবে সকলের কাছে সুপরিচিত। তিনি হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার বাসিন্দা। আব্বাছ আলী ব্যবসা ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত আছেন।
সৎ এবং যোগ্যতা সম্পন্ন তরুণ এই উদ্যোক্তাকে হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীসহ সকলে।