আমার গ্রাম
🖊 আবদুল্লাহ বিন নূর”
বাংলাদেশের সর্ব দক্ষিণে
শাহ পরীর দ্বীপ গ্ৰাম,
সবুজ শ্যামল প্রাকৃতিক রূপ
বয়ে বেড়ায় তাঁর সুনাম।
কক্সবাজার জেলার অন্তর্গত
সবার আছে জানা,
তারই বুকে জন্ম আমার
টেকনাফ হলো থানা।
মসজিদ-মাদ্রাসা-বিদ্যালয়
সেই গ্ৰামে আছে,
বড় একটা খেলার মাঠ
আমার বাড়ির পাশে।
পূর্ব দিকে নাফ নদী
পশ্চিমে বঙ্গোপসাগর,
দেখতে লাগে ভীষণ সুন্দর
রঙিন নৌকার বহর।
সৌন্দর্যের লীলাভূমি
শাহ পরীর দ্বীপ গ্ৰাম,
মাছে-ফলে ভরপুর
খেতে লাগে আরাম।