“আমি”
কবি মুহাম্মদ জামাল উদ্দিন
আমি আমার মতই, আমি আপন গতিতে চলি,
আমি যখন যা মন চাই, তখন তা-ই বলি।
আমি কারো কাছে ভাল, কারো কাছে মন্দ,
আমি ধারিনা ধার তা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব।
আমি সত্যের পথে অবিচল, সত্য-ই মনোবল,
আমি মানবতার কর্মী, মানবতা-ই আমার দল।
আমি মিথ্যার তরবারি, আমি ন্যায়ের পুঁজারী,
আমি তাদের কীর্তন করি, যারা ন্যায়ের কান্ডারী।
আমি রাজনীতি বুঝিনা, আমি মানবতা বুঝি,
আমি জনেজনের নীড়ে, মানব সেবককে খুঁজি।
আমি শোষকের শত্রু, আমি মজলুমের বন্ধু,
আমি জালিমের পতন চাই, নমরুদের যেমন সিন্ধু।
আমি দুর্নীতিবাজের আতঙ্ক, দেশপ্রেমীকের সারথি,
আমি ধ্বংসের দ্বন্দ্বী, আমি সৃষ্টিতে করি সংহতি।
আমি স্বৈরতার দ্বিষৎ, আমি গণতন্ত্রের পোষক,
আমি ভোট ডাকুর শত্রু, আমি অধিকারের ঘোষক।