রোবরার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের সাতটি পাকারাস্তা ও দুটি ভূমি অফিসের উদ্বোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের সমালোচনা করে আবদুস সোবহান মিয়া আরও বলেন, (এ নিউজের প্রতিবাদে) বিভিন্ন মহল নিন্দা জ্ঞাপন করেছে। আমরাও সাংবাদিকদের মাধ্যমে নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করে, তারা বাংলাদেশের ও জনগণের বন্ধু না শত্রু। এদের থেকে সবাই দূরে থাকবেন।
এসময় মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ইমতিয়াজ আহম্মেদ, রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক রাড়ী, সাধারণ সম্পাদক দুলাল বেপারী, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।