সাভার আশুলিয়ায় বলিভদ্র বাজারে গত ২৮ ই জুলাই মঙ্গলবার রাত ৯ টার দিকে মোবাইল ফোন ছিনতাই করার সময় হাতে নাতে সাধারণ পাবলিকের কাছে ধরা পড়ে ছিনতাই গ্যাং-এর তিন সদস্য। পরে উত্তম মধ্যম দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ভুক্তভোগী মোবাইল ফোন ব্যবহারকারী তাসলিমা আক্তার জানান, আমি আমার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম, হঠাৎ তিন ছিনতাইকারী মোটর সাইকেলযোগে এসে আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি শক্ত করে ধরে রাখি তার পরও তারা অনেক চেষ্টা করে মোবাইল ফোনটি নিতে সক্ষম হয় এবং তাৎক্ষণিক তারা পালাতে চাইলে আমি জোরে চিৎকার করি৷ আমার চিৎকার শুনে পাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে ঘেরাও করে৷ এর পর তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়। তল্লাশী করার সময় তাদের কাছে কয়েক পুতলা গাঁজা ও মাদক পাওয়া যায় বলেও জানান, বাজারের লোকজন। ছিনতাইকারিরা হলেন, আশুলিয়া ভাদাইলের মোঃ ইসমাঈল আলমের ছেলে মোঃ রবিন(২৬), মোঃ হাসান মাহমুদ (২৭) পিতা- মোঃ আমজাদ হোসেন বগুড়া, মোঃ আলমগীর হোসেন (২৭) বগুড়া তারা সবাই আশুলিয়ার ভাদাইলে বসবাস করে বলে জানা যায়।H