গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার এক জরুরি মাসিক সভা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শোয়াইব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় জেলা নেতৃবৃন্দ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে যাতে সমানভাবে প্রচার প্রচারণা চালাতে পারে, গ্রামীণ জনপদের সকল ভোটার যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রার্থীদের প্রচারণায় যেন কোন বাধা সৃষ্টি না হয়, সরকার দলীয় ক্যাডাররা যেন কেন্দ্র দখল ও রাতের আধারে ভোট কেন্দ্রে প্রবেশ করে অবৈধভাবে সিল মেরে বাক্সবন্দী না করে তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবী জানান। নের্তৃবৃন্দ বলেন জেলার ১১ টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলে ইনশাআল্লাহ পীর সাহেব চরমোনাই মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয় লাভ করবে। সেজন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সভায় মাওলানা মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও প্রভাষক রাশেদ আনোয়ারকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট জেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে জেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুল গফুর নদীম, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ হোছাইন, আলহাজ্ব বদিউল আলম, কমিশনার নূর মোহাম্মদ মাঝু, আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাকটার, আব্দুর রউফ লাভলু, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা ফজলুল করিম, হাফেজ মাওলানা ইসমাঈল জাফর, মোহাম্মদ ফারুক, মাওলানা কামাল উদ্দিন, মোঃ আব্দুর রহিম, মুফতি নুরুল্লাহ সিকদারসহ জেলা নেতৃবৃন্দ। আজকের সভায় ১১ সদস্য বিশিষ্ট জেলা নির্বাচন পরিচালনা কমিটি, ১১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন জিম্মাদার, প্রশাসনিক কমিটি ও মনিটরিং কমিটিসহ অনেকগুলো উপ-কমিটি গঠন করা হয়। সভায় ইউনিয়ন জিম্মাদারদেরকে নিজ দায়িত্ব যথাযথ পালন করার গুরুত্বারোপ করেন।