শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার রামুতে সূর্যের হাসি যুব সংঘ ও প্রবাসী ফোরামের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মুক্তি” কক্সবাজার কর্তৃক টেকনাফে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি

জালাল উদ্দিন,মৌলভীবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫২৭ বার পঠিত

úদক্ষিণ এশিয়ার একমাত্র ইসলামি মূখপত্র দৈনিক ইনকিলাব ও সম্পাদক, মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন’র সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে হযরত শাহজালাল লতিফিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম’র সভাপতিত্বে এবং শামসুল ইসলাম সোহাগের পরিচালনায় গতকাল বুধবার বিকাল ৩টায় হবিগনজ রোডস্থ কার্যলয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী প্রচলিত শিক্ষব্যবস্থার সংস্কার, আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উন্নয়ন ও মাদরাসা শিক্ষার উন্নয়নে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন পালন করেন আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা। কওমি মাদরাসার স্বীকৃতি ও মান প্রদান এবং ফাজিল-কামিলের মান প্রদানের মতো সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে দৈনিক ইনকিলাব’র তাৎপর্যপূর্ণ ভূমিকা আজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রতিটি আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম উম্মাহর পক্ষে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। দেশ ও জনগণের পক্ষে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিপর্যস্থ দেশের জনগণকে উদ্ধার করার লক্ষ্যে জুলুমবাজদের সকল অন্যায়, অগণতান্ত্রিক ও মানবাধিকার পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সমস্বরে প্রতিবাদ জানান। তাই সরকারের কাছে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন,
ইকরামুল মুসলিমীন সদস্য দৈনিক দিগন্তর প্রতিনিধি ও দৈনিক মাতৃজগত স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম সালেহ্, মেজাহের আহমদ, আবু সালেহ্ মুছা, আতাউর গণি খালেদ। উপস্থিত ছিলেন, মীর ফয়সল, নাজমুল ইসলাম, ইমন আমহমদ, রুহুল আমিন, আবুল কাশেম, আব্দুস ছত্তার, রায়হান আহমদ, শরীফ আহমদ খোকন, শাহদাত হোসাইন প্রমূখ। পরিশেষে ইনকিলাব সম্পাদকের সুস্থতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ মান্নান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!