জাতির জনকের ৪৫তম দিবস উপলক্ষে শনিবার ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সোসাইটির নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি ও আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.আক্তারারুজ্জামান মুক্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা চিনিমিলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল ও পৌর কাউন্সিলর ফরিদা পারভীন। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন,আসাদুজ্জামান,বিপুল জোয়ার্দার,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,আশরাফুজ্জামান,জিএম দোলন,মজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ মোল্লা ক্রিয়া সম্পাদক মামুনুর রহমান সহ অন্যরা। বক্তারা বঙ্গবন্ধুর সৃষ্টি অসাম্প্রদায়িক বাংলাদেশকে পূর্ণাঙ্গ সোনার বাংলায় পরিণত করার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদ পরিবারের প্রয়াত সদস্যদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।