ইসলামী গান-
আল-কুরআন
★★★★★★
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী।
***************************
শোন ওরে মুসলমান
জীবন নইরে অফুরান –
খোদার দেয়া সংবিধান
জেনে রাখো আল- কুরআন। ঐ
লা- ইলাহা ইল্লাল্লাহ্, লা- ইলাহা ইল্লাল্লাহ্
খোদা রহিম-রহমান – ২
ঐশি গ্রন্থ আল- কুরআন
মানব জাতির সংবিধান। ঐ
আল্লাহ্ মহান অতি দয়াবান
সৃষ্টি করেন অতুল জাহান-২
চাঁদ-সূরুজ গ্রহ- তারা
বানায় খুঁটি বিহীন আসমান। ঐ
ফুলে- ফলে রসে ভরা
রাঙ্গিয়েছেন এ ধরা -২
মানব জাতির পূণ্য অতি
অনুসরণ করো আল- কুরআন। ঐ
আল- কুরআন বড় নেয়ামত
মানব জাতির নসিহত -২
যাঁরা চলে কুরআনের পথে
থাকবে জান্নাতে চির অম্লান। ঐ
তারিখঃ-২৩তারিখঃ-২৩/০৮/২০১৮ ইংরেজী।*********