কক্সবাজারের উখিয়ায় ১৩শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ১৬এপিবিএন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,আজ ১৮ই অক্টেবর( রবিবার) এস আই মাহবুব ছিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তিন ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন তাজনিমারখোলা ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক -২এর হেড মাঝি মোহাম্মদ রশিদ উল্লাহ’র বাড়ির সামনে অভিযান চালিয়ে দ্বীন মোহাম্মদের পুত্র মোঃনুর কামাল (২১)কে আটক করা হয়।ধৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,১৬এপিবিএন ‘র অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।