কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে
৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ঢাকা জেলার এক মাদক বিক্রেতাকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
(২২নভেম্বর) রবিবার বিকেলে মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী গাড়ীতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার আলীনগর ৫৬ নং ওয়ার্ডের সেলিম মিয়ার পুত্র, মোয়াজ্জেম হোসেন (৪৫)। থানার (ওসি) জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দিয়েছিল এসআই গোলাম কিবরিয়া সহ একটি পুলিশের দল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ২৩নভেম্বর সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।