উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচারকালে মোহাম্মদ ইয়াছিন (২৫) নামক এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ।
রবিবার (২৭মার্চ) বিকেলে বালুখালী পানির ট্যাং এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মোহাম্মদ ইয়াসিন বালুখালী ১৮নং ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন ৮আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,এক মাদক কারবারি ইয়াবা পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।তার গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেয়। এই সময় তার দেহ তল্লাশি করে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আমর্ড পুলিশের এই কর্মকর্তা।