টেকনাফের মাদক সম্রাট, একাধিক মামলার আসামি হাবিব উল্লাহ বাহিনী’র প্রধান হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। ৩১ জুলাই (শনিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে ক্যাম্প নং: ২৭ (জাদিমুড়া), ব্লক: সি-২ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্রে জানা যায়, এপিবিএন ১৬ এর একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প নং-২৭ (জাদিমুড়া), ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে টেকনাফের হ্নীলা ৯ নং ওয়ার্ডের জুম্মা পাড়ার মৃত কালা চান এর পুত্র মাদক সম্রাট হাবিবুল্লাহ’কে গ্রেফতার করে। সে পেশায় ইয়াবা ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও জাদিমুড়া এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গডফাদার বলে ব্যাপক পরিচিত।
এপিবিএন ১৬ এর অধিনায়ক তারিকুল ইসলাম জানান, আটক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।