হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … ঈদুল আজহা উপলক্ষ্যে টেকনাফ উপজেলায় সরকার ২৬ হাজার ৬৪২টি কার্ডের বিপরীতে ২৬৬.৪২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। তালিকাভুক্ত উপকারভোগী প্রতিটি কার্ডে ১০ কেজি করে চাল পাবেন। উক্ত চাল আবশ্যিকভাবে ট্যাগ অফিসার ও ভিজিএফ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভিজিএফ নীতিমালার আলোকে প্রস্ততকৃত অনুমোদিত তালিকা অনুযায়ী ঈদের আগেই বিতরণ নিশ্চিত করতে নির্দেশনা রয়েছে।
২১ জুলাই বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সুত্রে জানা যায়, ইউনিয়নওয়ারী বরাদ্দ হচ্ছে ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নে ৩ হাজার ৯০০টি কার্ডের বিপরীতে ৩৯ মেট্রিক টন চাল, ২নং হ্নীলা ইউনিয়নে ৩ হাজার ৯০০টি কার্ডের বিপরীতে ৩৯ মেট্রিক টন চাল, ৩নং টেকনাফ সদর ইউনিয়নে ৪ হাজার ৯০০টি কার্ডের বিপরীতে ৪৯ মেট্রিক টন চাল, ৪নং সাবরাং ইউনিয়নে ৩ হাজারটি কার্ডের বিপরীতে ৬০ মেট্রিক টন চাল, ৫নং বাহারছড়া ইউনিয়নে ৩ হাজার ৮৬১টি কার্ডের বিপরীতে ৩৮.৬১০ মেট্রিক টন চাল, ৬নং সেন্টমার্টিনদ্বীপ (জিনজিরা) ইউনিয়নে ১ হাজারটি কার্ডের বিপরীতে ১০ মেট্রিক টন চাল, টেকনাফ পৌরসভায় ৩ হাজার ৮১টি কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন চাল। ##