পাবনার ঈশ্বরদীতে গাছ কাটতে গিয়ে মোজাহার প্রাং(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী পৌরসভার ইস্তা এলাকার মৃত শুকুর প্রাং এর ছেলে বলে জানা যায়। এলাকার সূএে জানা যায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় একই এলাকার মৃত রেজাউল করিমের বাড়িতে গাছ কাটতে গিয়ে গাছ থেকে ছিটকে পড়ে যায়, এমন অবস্থাই এলাকাবাসি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তার
অবস্থা আশংকা জনক বলে জানান এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সৃএে জনা যায় সেপ্টেম্বর বুধবার সকালে তার অবস্থার আরও অবনতি হলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাই তিনি মারা যান।তার মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে পড়েন এবং তার অস্বাভাবিক মৃত্যুতে ইস্তা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এতে তার পরিবারের অনেক বড় ক্ষতি হয়েছে, সার্বিক আয় টা বন্ধ হয়ে তারাও অনেক টা দুর্ভোগের মধ্য দিয়ে জীবন পার করতে হবে বলে জানা গিয়েছে।