নিরাপদ ও দূর্ঘটনা মুক্তভাবে ট্রেন পরিচালনার স্বার্থে প্রত্যেক গেইট কিপারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন,১৯৪ উপজেলা এলাকার সমন্বয়ে গঠিত রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ব্যস্থাপক আসাদুল হক। বুধবার সকালে ঈশ^রদীস্থ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী,অস্থায়ী ও পূণর্বাসন প্রকল্পের সকল গেইটকিপারদের গেইট পরিচালনা ও সেফটি রুলস্ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। রেলওয়ে পাকশী বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী টু আব্দুর রহিম,এটিও আব্দুস সোবহান, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,পিডাব্লিউআই ওয়ে বাকিয়াতউল্লাহ ও সাবেক পিডাব্লিউ আই আলম হোসেনসহ অন্যন্যরা।