ঈশ্বরদীর একটি চিহ্নিত সন্ত্রাসী চক্রের গড ফাদার এমএন ইসলাম কর্তৃক আদালতের আদেশ অমান্য করে বসত বাড়িতে হামলা করে প্রাণনাশের হুমকি দিয়েছে মুক্তিযাদ্ধা পরিবারের সদস্যদের। এ কারণে ঐ পরিবারের অসহায় সদস্যরা শঙ্কিত হয়ে পড়েছেন। এর আগেও ঐ গড ফাদারের নেতৃত্বে একাধিকবার সন্ত্রাসী হামলা,ভাংচুর,লুটপাট করা ও জানে মেরে ফেলার হুমকি-ধামকি এবং মিথ্যা মামলা করে অতিষ্ঠ করে তুলেছে ঐ পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, ঐ চক্রটির নানাবিধ অশুভ ষড়যন্ত্রে ঈশ্বরদীর প্রয়াত মুক্তিযাদ্ধা ও মুজিব নগর কর্মকর্তার পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভােগী প্রয়াত মুক্তিযাদ্ধার স্ত্রী হাসিনা বাণু,স্বামী হারা তিন সন্তানের মাতা শাহিনা আক্তার ও পিতাহারা এতিম শিক্ষার্থী প্রিতম অভিযাগ করে বলেন, ঈশ্বরদীর একটি চিহ্নিত সন্ত্রাসী চক্রের গড ফাদার,একাধিক মামলার আসামী নানা অভিযােগে অভিযুক্ত এমএন ইসলাম গত ২০১৩ সাল জমি রেজিষ্ট্রি করে দেওয়ার শর্তে সাত বছর আগে বায়না রেজিষ্ট্রি করা পঁচিশ লাখ টাকা নিয়ে জমি রেজিষ্ট্রি করে দেননি। উল্টাে অসহায় মুক্তিযাদ্ধা পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে নাজেহাল করছেন। এমনকি উক্ত এমএন ইসলাম আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী বাহিনী দিয়ে একাধিকবার সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাট করেছে এবং স্বামী হারা অসহায় শাহিনা আক্তারকে মেরে ফেলার হুমকি-ধামকি অব্যাহত রাখছেন। শনিবার বিকেলেও আদালতের আদেশ অমান্য করে আবারও তারা একই বাড়িত হামলা করে মেরে ফেলার হুমকি দিয়েছে। এ বিষয় ঈশ্বরদী থানার জিডি নম্বর-৪৬৮। তাং-১০.১০.২০২০ইং। এসব বিষয় এমএন ইসলামের বিরুদ্ধে পাবনা আদালতে একাধিক মামলা ও ঈশ্বরদী থানায় পৃথক জিডি করা হয়েছে।