মশকারা থেকে কথা কাটাকাটির জের ধরে
উখিয়ার বালুখালী জুমের ছড়া এলাকার ইয়াবা কারবারী নুর হোসেন সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ২ নং ওয়ার্ডের একই পরিবারের মাতা,২ ছেলে সহ তিন জন।
জুমের ছড়া এলাকার আহমদুর রহমানের ছেলে ইয়াবা সহ আটক হয়ে জেল ফেরত নুর হোছন(৩২) মোহাম্মদের ছেলে আবদুল মান্নান, আবদুল মালেক,আবদুর রহিম,আবদুল খালেক,মৃত আবদুল গনির ছেলে ডাকাত ছৈয়দের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে।বুধবার সকালে প্রথমে কাস্টমস এলাকায় দুই দফা ও বালুখালী পানবাজারে আবারো হামলা চালিয়ে ছৈয়দ নুরের ছেলে আশিক(২৫),মিন্টু(২২), স্ত্রী মমতাজ বেগম(৪০)কে রক্তাক্ত জখম করেছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।