কক্সবাজারের উখিয়ার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সম্পাদক অধ্যক্ষ শাহ্ আলম বাংলাদেশ সরকারের গৃহীত ভিজিডি কার্ডের চাউল বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।
আজ ১৩ই (মঙ্গলবার) এপ্রিল-২০২১ইং বিকাল- ০৩ঘটিকায় পাতাবাড়ি জামে মসজিদের মাঠে ৪নং ওয়ার্ডের হতদরিদ্র জনগোষ্টির মাঝে তিনি প্রধান মন্ত্রীর দেওয়া ভিজিটি কার্ড প্রদান করে চাউল তুলে দেন। উক্ত সময় প্রায় ৬শ জন মহিলাদেরকে প্রতি মাসের ৩০ কেজি করে তিন মাসের ৯০ কেজি চাউল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এম. মনজুর আলম, ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলী আহম্মদ, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সরওয়ার কামাল বাদশা, ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শামসুল আলম ও ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার স্বপন শর্মা রনি, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সাজেতা আক্তার ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার ও উক্ত ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মোঃ শফিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গণ উপস্থিত ছিলেন। এবং এলাকাবাসীর কাছে অধ্যক্ষ মোঃ শাহ্ আলম দোয়া প্রার্থনা করেন।