উখিয়ায় ওয়ার্ল্ড কনসার্ন এর উদ্যোগে ২২০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
ওয়ার্ল্ড কনসার্ন এর পক্ষ থেকে বিকাশের মাধ্যমে রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তিনটি গ্রাম যথাক্রমেঃ হরিণমারা,হারাশিয়া এবং খয়রাতিপাড়ায় স্হানীয় প্রান্তিক জনগণ বিশেষভাবে অসহায়,বিধবা,প্রতিবন্ধি,নারীদের মধ্য থেকে সর্বমোট ২২০টি পরিবারের/ব্যক্তির জন্য মাসিক ৩০০০/-(তিন হাজার) টাকা করে প্রতি পরিবারকে সর্বমোট ৫ পাঁচ মাসের মধ্যে ১৫০০০( পনের হাজার) টাকা বিতরণ করা হয়।
৩১ অক্টোবর ২০২০ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন।
এসময় আরও ছিলেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান এবং মহিলা মেম্বার জনাবা কামরুন নেছা এছাড়াও আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রকল্প ব্যবস্হাপক মিঃ রতন কে গাইন।
কোভিডের মত দূর্যোগকালীন সময়ে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও এর প্রভাব চরম আকার ধারণ করে।মানুষের আয়-রোজগার একেবারেই কমে যায়,ফলে সাধারণ কেঠে খাওয়া মানুষ চরম দূর্ভোগে পড়ে।করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সারা পৃথিবীর মত বাংলাদেশকে ও লগ-ডাউনের আওতায় নিয়ে আসা হয়।কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ ও লগ- ডাউনের আওতাধীন ছিল।
এই দূর্যোগ কালীন সময়ে এলাকার হত দরিদ্র, অসহায়, বিধবা এবং প্রতিবন্ধি নারীদের মধ্যে দাতা প্রতিষ্টান টিয়ার ফান্ড এর সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্হা ওয়ার্ল্ড কনসার্ন এর মাধ্যমে রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তিনটি গ্রামে যথাক্রমেঃ হরিণমারা,হারিশিয়া এবং খয়রাতী পাড়ায় স্হানীয় প্রান্তিক পরিবার গুলোর মধ্যে দৈনন্দিন প্রয়োজন মিঠানোর জন্য সর্বমোট ২২০ টি পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
৩১ অক্টোবর ২০২০ প্রথমবারে একসাথে তিন মাসের জন্য ৯০০০ (নয় হাজার) টাকা ২৯শে নভেম্বর ২০২০ প্রতি পরিবারের জন্য ৩০০০( তিন হাজার) টাকা এবং ৯ই ডিসেম্বর ২০২০ সর্বশেষ প্রতি পরিবারের জন্য ৩০০০( তিন হাজার) টাকা করে সর্বমোট প্রতি পরিবারকে পাঁচ মাসের জন্য ১৫০০০( পনের হাজার টাকা নগদ অর্থ সহায়তা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।