কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।
তিনি বলেন, ‘বালু ভর্তি টেকনাফমুখী ডাম্পার ট্রাকের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।