উখিয়ায় প্রায় ৪ লক্ষ জাল নোটসহ দুই রোহিঙ্গা আটক
উখিয়ায় তিন লক্ষ আটানব্বই হাজার মূল্যমানের বাংলাদেশী কারেন্সি জাল নোটসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬এপিবিএন)সদস্যরা।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্রে জানা যায়,১৫ই ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আরিফ হোসেনের নেতৃত্তে সঙ্গীয় ফোর্সসহ থ্যাইংখালী তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প ১৩এর বি ব্লক ৩ এর খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে কামাল হোসেনে পুত্র মোঃ রশিদ (২২)নুর হোসেনের পুত্র পীর মোহাম্মদ (২৮)কে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা মূল্যমানের বাংলাদেশী কারেন্সি জাল নোট সহ আটক করা হয়।
ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন ১৬এপিবিএন পুলিশের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।