মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “ পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে ব্যাপক মারধরের অভিযোগ! দেশে ৪ কোটি মানুষের চলছে দুর্দিন,ঋণ করেই চলছে ৭৪ভাগ পরিবার কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “

বার্তা পরিবেশক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২০ বার পঠিত

টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪এপ্রিল)  টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে DFAT AHP III অর্থায়নে অক্সফ্যাম বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত “DFAT AHP Bangladesh Rohingya Response Phase III Inclusive for the Selected Host Community of Teknaf upazila, Cox’s Bazar District Project” প্রকল্পের ১০০ জলবায়ু স্থিতিস্থাপক আদর্শ গ্রাম উপকারভোগীদের মধ্যে কৃষি উপকরন হিসেবে কলস, হ্যান্ড স্প্রে, ঝর্না, ইয়োলো পেপার, সেক্স ফেরোমন ট্রাপ (পোকাঁ মারার ফাঁদ), ভার্মি কম্পোষ্ট সার ও ক্ষেতে বেড়া দেয়ার জন্য জাল বিতরন করা হয়েছে।

প্রকল্পের কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের এর সঞ্চালনায় প্রকল্প সমন্বয়কারী মো: ফয়সাল বারীর সভাপতিত্বে উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, টেকনাফ, কক্সবাজার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল ফারুক, প্রকল্প কর্মকর্তা, অক্সফ্যাম বাংলাদেশ, মোঃ আনোয়ার হোসেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা, টেকনাফ, কক্সবাজার।
প্রধান অতিথি বিতরন অনুষ্ঠানে বলেন যে, আপনার বাড়ির আশে পাশের পতিত জমিতে শাক-সবজি চাষ করবেন, বাড়িতে হাঁস-মুরগী লালন পালন করবেন, এর ফলে আপনি নিজেও স্বাবলম্বী হবেন সাথেসাথে দেশও স্বাবলম্বী হবে। মুক্তি কক্সবাজার আজকে যে কৃষি উপকরণ প্রদান করলেন এজন্য মুক্তি কক্সবাজার সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এ কৃষি উপকরণ সঠিকভাবে কাজে লাগালে এ এলাকায় কৃষি ক্ষেত্রে অনেক অবদান রাখবে। তিনি বলেন , আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, আগামী সংকটময় সময় মোকাবেলা করার জন্য এক ইঞ্চি পরিমান জায়গা খালি রাখা যাবে না। তাই আপনারা বসতবাড়ির আশে পাশে সবজি চাষ করে প্রধানমন্ত্রীর কথার যথাযথ মূল্যায়ন করবেন। তিনি আরো বলেন যে, প্রান্তিক কৃষক হচ্ছে এ দেশের অর্থনীতির চালিকা শক্তি স্বাধীনতার সময় দেশে জনসংখ্যা ছিল মাত্র সাড়ে ৭ কোটি আর তখন দেশে খাদ্য ঘাটতি ছিল এখন দেশে জন সংখ্যা প্রায় সতের কোটি কিন্ত দেশে খাদ্য ঘাটতি নেই, এর কারন হচ্ছে এদেশে খাদ্য উৎপাদনে আপনাদের নিরলস পরিশ্রম। আপনারাই এ দেশের উন্নয়নের অংশীদার তাই আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বসত বাড়িতে অধিক পরিমানে শাক সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মিটিয়ে সমাজের ও দেশের চাহিদা মিটাতে হবে। আপনারা জানেন যে, আমরা যদি বাহির থেকে পন্য আমদানি করি তাহলে সকল পন্যের দাম বেড়ে যায় তাই আমাদের সক্ষমতা অনুযায়ী বেশি বেশি শাক সবজি উৎপাদন করে আমদানি নির্ভরতা কমাতে হবে।
বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অক্সফামের সিনিয়র ইএফএসভিএল অফিসার মোঃ ইকবাল ফারুক বলেন যে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বেশি বেশি শাক সবজি খাওয়া খুবই প্রয়োজন। আপনারা প্রশিক্ষনে লব্ধ জ্ঞানের মাধ্যমে নতুন কৌশল অবলম্বন করে বেশি বেশি শাক সবজি উৎপাদনের মাধ্যমে পারিবারিক চাহিদা পূরণ করতে পারলেই আমাদের সমাজ থেকে পুষ্টির অভাব দুর করা সম্ভব হবে।

বিতরন অনুষ্টানে মুক্তি কক্সবাজার এর DFAT AHP III প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: ফয়সাল বারী বলেন যে, দরিদ্র পরিবার সমুহের আর্থিক অবস্থা উন্নয়নে অক্সফ্যাম বাংলাদেশ এবং সহযোগি সংস্থা মুক্তি ককসবাজার প্রকল্পের উপকারভোগিদের জলবায়ু স্থিতিস্থাপক আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে বসত ভিটায় শাক সবজি উৎপাদনের জন্য হ্নীলা ইউনিয়নে ১০০ জন উপকারভোগিদের মাঝে বসতভিটায় সবজি চাষের কৃষি উপকরন হিসেবে খরিপ-০১ মৌসুমের জন্য ৭ ধরণের শাক সবজির বীজ, কলস, হ্যান্ড স্প্রে, ঝর্না, ইয়োলো পেপার, সেক্স ফেরোমেন ট্রাপ (পোকাঁ মারার ফাঁদ), ভার্মি কম্পোষ্ট সার ও ক্ষেতে বেড়া দেয়ার জন্য জাল বিতরন করা হয়েছে। প্রকল্পের উপকারভোগিরা বসতভিাটায় উন্নত পদ্ধুতিতে সবজি চাষ ও জলবায়ু স্থিতিস্থাপক আদর্শ গ্রাম স্থাপনের লক্ষ্যে জলবায়ু সহনশীল শাক সবজি উৎপাদনের উপর ০৩ দিনের প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং প্রকল্পের কর্মীরা তাদেরকে নিয়মিত কারিগরী সহায়তা প্রদান করছে। বসতভিাটায় শাক সবজি চাষ, ফল-মুল উৎপাদন মাধ্যামে উপকারভেগিরা বিষমুক্ত টাটকা শাকসবজি খেতে পারবে, পাশাপাশী অতিরিক্ত উৎপাদিত পন্য বিক্রি করে বাড়িতি আয় করতে পারবে। এই বাড়তি আয়ের টাকা দিয়ে তারা চাহিদা মাফিক এবং বৈচিত্রময় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবে, খেতে পারবে যা তাদের পুষ্টির অভাব পুরনে ব্যাপক আবদান রাখবে।

বিতরন অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অক্সফ্যাম বাংলাদেশ ও মুক্তি ককসবাজার এর প্রকল্পের স্টাফবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!