কক্সবাজার টেকনাফে হ্নীলায় অটোরিক্সাযোগে পাচারের সময় ১লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, বুধবার (১লা সেপ্টেম্বর) দুপুর ২ টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিয়ানিক দল কতিপয় মাদক কারবারী জাদিমোরা ওমরখাল ব্রীজের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও হ্নীলা (ফুলের ডেইল জাদি পাড়ার) দক্ষিণ লেদার মৃত আলী মিয়ার পুত্র মোঃ জাহেদ (৩৫) কে অটোরিক্সাসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে অটোরিক্সার যাত্রী সীটের নীচে অভিনব কায়দায় ফিটিং করা ১লাখ পিস ইয়াবাসহ অটোরিক্সাটি জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও অটোরিক্সাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।