টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে আইন-শৃংখলা রক্ষায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন এপিবিএন পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোশারফ হোসেন (বিপিএম,পিপিএম)।
৯ অক্টোবর সকাল ১১টায় এপিবিএন পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোশারফ হোসেন (বিপিএম, পিপিএম) টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসেন। এসময় তিনি উপস্থিত এপিবিএন ১৬ ব্যাটালিয়নের পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত এপিবিএন পুলিশ সুপার সোহেল রানা, নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান, নয়াপাড়া এপিবিএন পুলিশ ইনচার্জ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্টদের সাথে ক্যাম্পের সার্বিক আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময় করেন। তিনি আরো বলেন ক্যাম্প কেন্দ্রিক মাদক কারবারী ও অস্ত্রবাজদের আইনের আওতায় আনা হবে। কোন অবস্থাতেই ক্যাম্পের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবেনা। কেউ ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করলে কঠোর হাতে দমন করা হবে। এই লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। এরপর তিনি নয়াপাড়া ক্যাম্পের ক্রাইমজোন খ্যাত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।