কক্সবাজার পৌর শহরের শহীদ স্মরণী রোডে এসএম মেডিকো নামের জনসেবা মুলক একটি প্রতিষ্টান উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের পশ্চিম পাশে এসএম মেডিকো’র ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।
এর আগে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও মোনাজাত পরিচালনা করে ওলামায়ে কেরামগণ ব্যবসার উন্নতির জন্য আল্লাহর কাছে প্রার্থণা করেন। অনুষ্টানে এসএম মেডিকো- ফার্মেসীর সত্বাধিকারী নুরুল ইসলাম, বাহারছড়ার বিশিষ্ট মুরুব্বি মোস্তাফিজুর ররহমান, আবুল হোসেন ভেন্ডার, কালেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি সোলতান মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক আবুল হাসেম, জানে আলম স্বপন, জুলফিকার আলী ভুট্টো, উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুল ইসলাম, কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন, দপ্তর সম্পাদক কবি এম জসিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য সোহাগ ফরহাদ, জেলা প্রেসক্লাবের কম্পিউটার বিষয়ক সম্পাদক কামরুল হাসান মামুন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার পরিচালক আমিনুল ইসলাম সাগর, দৈনিক নবচেতনার কক্সবাজার প্রতিনিধি নুরুল আলম সিকদার, সাংবাদিক সংসদ এর সভাপতি আনোয়ার হাসান, সাংবাদিক হায়দার নেজাম, কবি নিলয় রফিক, সাংবাদিক সোহেল খান, সাংস্কৃতিক কর্মী এমকে রানা মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।