৬০ এর দশকের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার -৪ আসনের সাবেক সংসদ সদস্য, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী।
বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ আলী বলেন এ বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে কক্সবাজার এক এমন শুন্যতা তৈরী হয়েছে যা অপূরনীয়। বহু সংগ্রাম, আন্দোলনে একসাথে লড়েছি। আমি মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বর্ষিয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী বুধবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি শহরের কলাতলী এলাকার মরহুর মাওলানা ফজলুল হকের বড় ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক ।