গতকাল ২৬ জুলাই বিকাল ৪ ঘটিকায় শহরের বাহারছড়া গোলচত্ত্বর মাঠে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পাদন হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১১ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নূর মোহাম্মদ মাঝু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কক্সবাজার ডাঃ মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ডাঃ মোঃ আয়ুব আলী, সহকারী অধ্যাপক কক্সবাজার মেডিকেল কলেজ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ডাঃ তামিম হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী মোশাররফ হোসেন দুলাল, জেলা ছাত্রলীগ নেতা আনসারুল করিম, যুবলীগ নেতা এনাম কবির ও ১১ নং ওয়ার্ড(উত্তর) ছাত্রলীগের সভাপতি শাফায়েত হোসেন জয়।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদানের জন্য সার্বিক সহযোগিতা করেন “গিফটিং হিউমিনিটি”।
এসময় এলাকার লোকজন চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে ডাক্তার এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসমান আল হুমাম, কক্সবাজার জেল প্রতিনিধি।
০১৮১৯৯৯৫৫২৮