কক্সবাজার র্যাব-১৫ এর চৌকস একটি আভিযানিক দল কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজি নিয়ে টেকনাফের ৩ জন
মাদক পাচারকারী সহ মোট ৫ জনকে আটক করেছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে জানান।
২৮ জুলাই মঙ্গলবার বিকালে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজারের টার্মিনালের পূর্ব পাশে নার্সারী সংলগ্ন বটগাছ তলায় একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৬০৭৯) মাদক সরবরাহের জন্য অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব-১৫ পৌঁছে।আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব ধাওয়া করে টেকনাফ উপজেলার বাহারছড়া বাইন্যা পাড়ার কবির আহমদের পুত্র আবু মুসা (৩৩), ইব্রাহীমের পুত্র শাহজালাল (২২), বাহারছড়া শাপলাপুর পুরান পাড়ার সিকদার আলীর পুত্র আনোয়ার ইসলাম (২১), কক্সবাজার পৌরসভার মুখ চিতা পাড়ার মৃত জালাল হাজীর পুত্র মু. ওবাইদুল (২৩) এবং পৌরসভার আদর্শ গ্রামের মৃত ছিদ্দিক ড্রাইভারের পুত্র আনসার উল্লাহ (২৫) কে আটক করে।তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।
মাদক পাচারকারীদের বিরোধ্যে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, মালামাল ও টাকাসহ ধৃতদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।