“কবিতার_মেলা”
🖋আবদুল্লাহ বিন নূর”
ফেসবুকে চলেছে
কবিতার মেলা,
কবিদের লেখালেখি
রাতদিন সারাবেলা।
গুণী কবিদের লেখা পাঠে
সত্যি হয় বিমোহিত,
আমিও লিখতে চেষ্টা করি
অবিরাম অবিরত।
লেখার চেয়ে পাঠে আমি
ভীষণ আনন্দ পাই,
পাঠক হয়ে লিখতে আমি
ফেসবুকে ফিরে যায়।
যেজন করেছে আয়োজন
তাঁর প্রতি গভীর শ্রদ্ধা,
তিনি ডঃ আমির হোসেন স্যার
শিক্ষাগুরু কলম যোদ্ধা।
দুর্বার গতিতে এগিয়ে চলুক
ফেসবুকে লেখালেখি,
অন্যের লেখা পাঠে
নিজেও কিছু শিখি।