সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “ পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে ব্যাপক মারধরের অভিযোগ! দেশে ৪ কোটি মানুষের চলছে দুর্দিন,ঋণ করেই চলছে ৭৪ভাগ পরিবার কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ানের ৩ টি ওয়ার্ডে ১৩ কিঃ মিঃ রাস্তা হলে হাসি ফুটবে এলাকাবাসীর

ইমাম হোসেন হিমেল,
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬১৭ বার পঠিত

কলাপাড়ার সুরডুগী বাদঘাঁট থেকে কাটাভারানী ব্রিজ (৭ কিঃ মিঃ) বরকুতিয়া থেকে চাপলী বাজার ৩ কিঃ মিঃ, হাজিকান্দা থেকে বরকুতিয়া ১ কিঃ মিঃ ও সুরডুগী বাদঘাঁট থেকে খেয়াঘাট ২ কিঃ মিঃ, এই ১৩ কিঃ মিঃ রাস্তা পাঁকা হলেই অনেক বছরের ক্লান্তি দুর হবে এই জনপথের মানুষের এমটাই দাবী এলাকাবাসীর।

উপজেলার ডালবুগঞ্জ এর ৩ টি ওয়ার্ড, খাপড়াভাঙ্গা বরকতিয়া ও মনসাতলী এই তিনটি গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন। এক ওয়ার্ডে এর সাথে অন্য ওয়ার্ডে কোন যোগাযোগ নেই । এর একমাত্র কারণ হলো রাস্তার সমস্যা এই তিনটি ওয়ার্ডে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। যুগ যুগ ধরে ভোগান্তি এই জনপথের মানুষের। মাএ ১৩ কিলোমিটার রাস্তা পাঁকা হলেই সমস্যার সমাধান হবে এলাকাবাসীর।

খেয়াঘাট মার্কেট থেকে কাটাভারানী সহ প্রায় ১৩ কিলোমিটার রাস্তা বেহাল দশার কারণে জনদুর্ভোগ এখন চরমে।
প্রায় যুগ যুগ ধরে এ রাস্তাগুলো সংস্কার না হওয়ায় রাস্তায় পিচ, কাঁদা মাটি, উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল করায় রাস্তায় বিভিন্ন স্থান থেকে গর্তের সৃস্টি হয়েছে বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে বেশ কয়েক দিন এতে যানবাহন দুর্ঘটনা কবলিত হয়। বিশেষ করে স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে এ রাস্তা দিয়ে।
অনেক সময় পথচারী ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন, মোটরসাইকেল,রিকসা, ইজিবাইক,মিশুক ও ভ্যান চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

ডালবুগন্জ ইউনিয়নের আওয়ামী লীগের-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম শিকদার জানান, খেয়াঘাট হয়ে বরকুতিয়া বাজারের এ রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রমজীবী ও পেশাজীবী মানুষ এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় যানবাহন ও জনসাধারণ চলাচলে অনুপযোগী।
শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষা মৌসুমে কাঁদা পানিতে নোংরা হচ্ছে পথচারিদের পোশাক পরিচ্ছেদ। সুস্থ মানুষেরা হয়ে যায় অসুস্থ আর অসুস্থদের অবস্থা তো বলাই বাহুল্য। রাস্তাটি সংস্কার করা একান্ত জরুরী। খেয়াঘাট ও বরকুতিয়ার মাঝে রয়েছে বড় একটা বাজার।

সুরডুগীর ব্যবসায়ীরা জানান, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ পথচারি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, কৃষিজীবী মানুষের উৎপাদিত শাক-সবজি বহনকারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করে।
বিশেষ করে এ রাস্তা দিয়ে স্কুল ও কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। মটর বাইক চালকেরা জানান, রাস্তায় ছোট-বড় গর্তের জন্য যাত্রীরা আরামে গাড়িতে বসতে পারে না। তারপরও ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়।
একে কাচাঁ রাস্তা এর মাঝে অবৈধ ট্রলি চলাচলে কাঁদা মাটিতে রাস্তায় একবারে হাটা মুশকিল হয়ে পড়েছে।

ডালবুগন্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম শিকদার জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। জনগণ যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকভাবে জানানো হয়েছে অজানা কারনে রাস্তাটির নতুন স্কিপ আসছে না।

কলাপাড়া উপজেলা প্রকৌশলী(এলজিইডি) অফিসার জানান, স্থানীয় চেয়ারম্যান এলাকার জনগণের প্রতিনিধি। আবেদন পেলে রাস্তাটি সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!