কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স ওশান রিসোর্টের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
সোমবার (২৩ আগস্ট)সকাল ১০.৪০ মিনিটের সময় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদে কলাতলী রোডের পূর্ব পার্শ্বে কক্স ওশান রিসোর্টের সামনের সড়কের ওপর থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং কানজরপাড়া বাসিন্দা মোক্তার আহমেদ এর পুত্র মো: আবদুল্লাহ (২৪) ও একই এলাকার বশির আহম্মদ এর পুত্র মো: রাসেল (২২)।
আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।