বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “ পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে ব্যাপক মারধরের অভিযোগ! দেশে ৪ কোটি মানুষের চলছে দুর্দিন,ঋণ করেই চলছে ৭৪ভাগ পরিবার কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

কুতুপালংয়ে সশস্ত্র রোহিঙ্গাদের হামলায় ৫ গ্রামবাসী আহত! বাড়ি ভাঙচুর ও লুটপাট | বাংলাদেশ দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নারীসহ পাঁচজন স্থানীয় গ্রামবাসী আহত হয়েছে। এ সময় উগ্রপন্থী রোহিঙ্গারা বসতবাড়ি তাণ্ডবলীলা চালিয়েছে ভাঙচুর সহ অসংখ্য ফলজ গাছ ও সবজি ক্ষেত গুঁড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

খোজ খবর নিয়ে জানা গেছে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং ১ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় অর্ধশত পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসতেছে। তারা সবাই বাংলাদেশী নাগরিক ও স্থায়ী বাসিন্দা। অভিযোগে প্রকাশ, জায়গা জবর দখল করার করার কু মানসে স্থানীয় বাসিন্দাদের কে উচ্ছেদ করার জন্য উগ্রপন্থী রোহিঙ্গারা পরিকল্পনা করে আসছিল ।

স্থানীয় বাসিন্দা মৃত ফকির আহমদের পুত্র হামিদুল হক অভিযোগ করে বলেন গত সোমবার ও মঙ্গলবার সশস্ত্র রোহিঙ্গারা ধারালো কিরিচ, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। গুড়িয়ে দেয়া হয় শাক সবজি ক্ষেত খামার। শুধু তাই নয় শত শত সুপারি, নারিকেল আম জাম কাঁঠাল ও কলাগাছ নির্বিচারে কর্তন করা হয়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে সশস্ত্র রোহিঙ্গাদের হামলায় আহত হন গ্রামবাসী মুজিবুল হক (৫২) সৈয়দ আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৩০) জন্নতুল ফেরদৌস (১৬) ও ছেলে আল আমিন (১২)
প্রত্যক্ষদশীরা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ফয়েজ, আবু তাহের, জহির ও বশরের নেতৃত্বে মারধর হামলা ও ভাংচুরের ঘটনা সংঘটিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহজাহান জানান বাপ দাদার আমল থেকে স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা কুতুপালং এলাকায় বসবাস করে আসতেছি। দুঃখের বিষয় হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গারা আজ আমাদের বসতভিটা জবর দখল করতে গত দু’দিন ধরে হামলা ও ভাঙচুর সহ তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে। আয়েশা খাতুন ও হাজেরা খাতুন বলেন সশস্ত্র উগ্রপন্থী রোহিঙ্গাদের নিকট আমরা জিম্মি হয়ে পড়েছে।

ভুক্তভোগী অনেক পরিবার অভিযোগ করে বলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট প্রশাসন রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছেন। হামলার শিকার স্থানীয় গ্রামবাসীরা বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিতে গিয়েও ফেরত আসতে হয়েছে। বর্তমানে রোহিঙ্গা সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর নিকট স্থানীয় গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নিকট জরুলি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!