আজ ১ জুলাই দুপুর সাড়ে ১২টায় চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে ‘চাটমোহর অনলাইন শপ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অায়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। স্বাগতিক বক্তব্য দেন ব্যবসা প্রতিষ্ঠানটির পরিচালক সানোয়ার হোসেন ফুল।
এ সময় অনুষ্ঠানে চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব, চাটমোহর অনলাইন শপ-এর অপর পরিচালক মুরাদুজ্জামান মৃদুল, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,
অনলাইন খোঁজখবর সম্পাদক শাহীনুর রহমান শাহিন, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তর চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি বকুল রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শিমূল বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
চাটমোহর অনলাইন শপ-এর আরেকজন পরিচালক মো: সাইদুল ইসলাম প্রবাসে অবস্থান করায় অনলাইন লাইভে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।