সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদার পাড়ার তরুণ আলেমেদ্বীন মাওলানা রহিম উল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। খুবই সাদাসিধে জীবন যাপনকারী, সদা হাস্যোজ্জ্বল এ তরুণ এখন খুবই করুণভাবে জীবন যাপন করছেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। এমতাবস্থায় ভালো মানের চিকিৎসা করার মত পারিবারিক কোন সামর্থ্য না থাকায় তার পরিবার চরম অসহায়ত্ব ও দুশ্চিন্তায় ভোগছেন।
এমন করুণ পরিস্থিতিতে বিত্তশালী ব্যক্তিবর্গ, সামর্থ্যবান শিক্ষকমণ্ডলী বন্ধু, সহপাঠী ও এলাকাবাসী তরুণ এ আলেমের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো তিনি জরুরি ভিত্তিতে সুচিকিৎসা পেতে পারেন। হায়াতের মালিক আল্লাহ। আল্লাহর রহমতই একমাত্র ভরসা। তবে সাধ্যের অনুকুলে চেষ্টা করে যাওয়া বান্দাহর কর্তব্য।
আসুন! আমরা তরুণ এ আলেমের পাশে দাঁড়াই। প্রসারিত করি মানবিক সহায়তার হাত।
যোগাযোগ-
মাওলানা রহিম উল্লাহর পিতা জনাব হাবিব উল্লাহ।
গ্রামঃ খরুলিয়া সিকদার পাড়া।
মোবাইলঃ 01836233186