আমরা ভাসমান অসহায় মানুষ। নৌকা, তাঁবুতে বসবাস করতে হয় আমাদের। কয়েক দিন পর পর এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসমান অবস্থায় বসবাস করি। যেখানেই যাই সেখানের মাটিকেই আপন করে নিতে হয়। করোনাভাইরাসের কারণে এবার আমরা চকরিয়াতে আটকা পড়েছি। কর্ম নেই তাতে কী? পেট তো বোঝে না। আমাদের যা খাদ্য মজুদ ছিলো তা শেষ। এখন কী খাব আমরা?’ এভাবেই নিজেদের অসহায়ত্বের কথার জানান দেন বানিয়ারছড়া হাইওয়ে রোডস্থ রাস্তার পশ্চিম পাশে নদীর ধারে আশ্রয় নেওয়া বেদেবহরের এক বৃদ্ধার।
সরণি স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিসষ্ঠাতা কামরুল হাসান ফাহিম জানান, বহরের প্রতিনিধিত্ব করা বৃদ্ধা মহিলাটির জীবনযাপন এর আত্নকাহিনি শুনে আমি সহ আমার পুরো টিম স্তব্ধ হয়ে যায়।
আমি আমার সংগঠন এর পক্ষ থেকে আমার যতটুকু সাধ্য ছিলো আমরা তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসি।