কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ ‘র একটি টিম। ইয়াবার পরিমান ছিল ৬০০০ পিস। ২৭ জুন শনিবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যংয়ে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যাক্তি হলো খারাংখালি নতুন পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে নবী হোসেন।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো: শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের খবর পেলে র্যাব-১৫ হোয়াইক্যং ইউনিয়ের খারংখালী বাজার সংলগ্ন অভিযান চালান।
অভিযান টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা সম্ভব হয়। পরে তাকে তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামী টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।