একজন সন্ত্রাস ওসমান গনির কাছ থেকে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়। দেলোয়ার হোসেনের কাছ থেকে মোবাইল মানি ব্যাগ খুঁজতে গেলে হঠাৎ তার উপর হামলা চালায় দেলোয়ারসহ একদল সন্ত্রাসী বাহিনী।
মধ্যম পেঁচারগুনা স্থানীয়দের তথ্যমতে জানা যায়, তাদের নামে থানায় বিভিন্ন মামলাও রয়েছে এবং হামলা কারিরা হলো, দেলোয়ার হোসেন,পিতা: ছলিম উল্লাহ, হাসান আলি, নিয়ামত উল্লাহ, হামিদ উল্লাহ।
আইনি প্রক্রীয়ায় এদের সঠিক বিচার না হওয়া আর কতগুলো দলীয় নাম ব্যবহারকারী প্রকৃত সন্ত্রাসীর আশ্রয়ে দিন দিন এ সন্ত্রসীরা এ ধরনের জগন্যতম সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে এবং তারাই খুরুশকুল এলাকাকে সন্ত্রাসী এলাকা হিসেবে কলোষিত করছে বলে সচেতন মহলের অভিমত।
ভিকটিমের পরিবার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,সন্ত্রাসীদের দ্রুত আটক করে কঠিন শাস্তিরমুখোমখি হওক।