নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি সীমান্তে সোমবার ( ৬ জুলাই) বৃষ্টি উপেক্ষা করেই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি-৩৪ ব্যাটালিয়ন কক্সবাজার । উপজেলার ঘুমধুম ইউনিয়নে স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৬০ পরিবারকে সীমান্তবর্তী কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চত করে সেনা বাহিনী কর্তৃক প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণে ছিলেন বিজিবি-৩৪ ব্যাটেলিয়ন সহকারী পরিচালক (এডি) মোঃ ইয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম, নায়েক মোঃ আঃ সাত্তার ফকির ও নায়েক মোঃ শেখ সাদী, সিপাহী নাজমুল হক ও সিপাহী আরিফুল ইসলাম, সাংবাদিক এম আবদুল হাকিম, শুভ তংচংগ্যা, স্থানীয়
, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইতোপূর্বে কক্সবাজার বিজিবির-৩৪ ব্যাটালিয়ন সোনাইছড়ি , ঘুমধুম, বড়ইতলী, মংজয় পাড়া, বৈদ্দৌ ছড়া, বাইশ আরি, তুমব্রু, সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় আরও ৩শ’ সীমান্তবর্তী হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিজিবির সহকারী পরিচালক (এডি ) মোঃ ইয়ার হোসেন উপস্থিত সকলকে করোনার ব্যাপারে সতর্ক করেন, যে কোন সমস্যার ব্যাপারে জনগনের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।