কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী এলাকার শাহ জব্বারিয়া এতিমখানার শতাধিক কোমলমতি শিক্ষর্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন চকরিয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠণ চকরিয়া-পেকুয়া এক্সপ্রেস।
১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার রাত আনুমানিক ৭:৩০ মিনিটের সময় শাহ জব্বারিয়া এতিমখানার শতাধিক শিক্ষর্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে চকরিয়া – পেকুয়া এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সমন্বয়ক, মোহাম্মদ তেহেরান হাবিব, প্রধান- সমন্বয়ক শামীমুল ইসলাম পাপেল, চকরিয়া- পেকুয়া এক্সপ্রেসের সকল সদস্যগণ, মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া – পেকুয়া এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সমন্বয়ক মোহাম্মদ তেহেরান হাবিব জানান,মানবিক দৃষ্টিকোন থেকে প্রতিবছরের ন্যায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা আশা করব সবাই মানবতার কাছে আমাদের সাথে থাকবেন।