নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের জন্য চট্টগ্রাম সিভিল সার্জন বরাবরে আবেদন করে অনুমোদন পেয়েছেন চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চন্দনাইশ সমিতি এ ওয়ার্ড প্রস্তুত করবেন বলে জানান, চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। গতকাল ৬ জুন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের স্বারক নং সিএসসি/শা-৪/করোনা ভাইরাস/ ২০২০/৭৩৪০ সিভিল সার্জন স্বাক্ষরিত পত্রমূলে চন্দনাইশ সমিতিকে এ অনুমোদন দেয়া হয়।
চন্দনাইশের গরীব করোনা রোগীরা যাতে বিনামূল্যে আইসোলেসনে অবস্থান করে নিশ্চিত স্বাস্থ্যসেবা পেতে পারে এ জন্য চন্দনাইশ সমিতি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান, চন্দনাইশ সমিতির সভাপতি শিল্পপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আধুনিক মানসম্মত সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত ২০ শয্যার এ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার জন্য চন্দনাইশ ডক্টর সোসাইটির সার্বিক সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি। এটি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্বাবধানে পরিচালিত হবে বলে সিভিল সার্জন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে।