চায় আদর্শ নেতৃত্ব
★★★★★★★★
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী।
*******************************
হোক নির্বাচন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে
প্রতিরোধের হাতিয়ার,অন্যায়-অবিচার
মাদক,ঘুষ যাক নির্বাসনে,এ হোক –
নির্বাচনী ইস্তিহারে প্রতিটা দলের অগ্নি বার্তা
আগামী প্রজন্ম,জাতি ও দেশ বাঁচাতে
প্রকাশ্য ঘোষণা,সুখে থাকুক শান্তিতে
শহীদ মুক্তি সেনাদের বিদেহী আত্মা।
চেয়েছিলো তাঁরা শোষণমুক্ত স্বাধীন স্বার্বভৌম
অধিকার ফিরিয়ে দিতে বঞ্চিতদের হাতে –
কোন সখিনা,সীমা হবেনা ধর্ষিত,মাদকের ভয়াল
ছোবলে ঐশীর হাতে মা-বাবার নির্মম পরিণতি
কপালে দুর্গতি,মাদক সংশ্লিষ্টদের চায় শাস্তি ;
অনিয়ন্ত্রিত চিকিৎসা সেবা,নিয়ন্ত্রহীন দ্রব্যমূল্য
ঘুষের রামরাজত্ব,হোক প্রতিবাদের সূর্য উদয়।
হে,নেতৃত্বের ধারক-বাহক করজোড়ে মিনতি
টাকার গুণে নয়,প্রার্থী বাচাই হোক জ্ঞান,সততা
নীতি-আদর্শ,যাঁর অন্তরে দেশ ও জাতির যে কোন
সংকটময় মূহুর্তে নির্ভুল কান্ডারীর নির্ভীক পথচলা
মাদকের করাল ঘ্রাস হতে দেবে জাতিরে পরিত্রাণ –
হাজার সালাম দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রান
চায়না পেতে খুন,ধর্ষণ,জবর দখল,মাদকের ঘ্রাণ।